সাত(০৭) ধরনের বস - 7 Types of Boss
কর্ম জীবনের শুরুতে একজন ভালো বসের অধীনে জব করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা বড় অংশ আছে যারা বসের অত্যাচারে জব ছাড়তে বাধ্য হয়। যেমন-
১। জালিম বসঃ কিছু লোক আছে বদমেজাজী। এরা সব সময় কর্মীর ভুল ধরে ও এদেরকে বকা ঝকা করে। কোন কিছুতেই এদের মন পাওয়া যায় না। এরা পারিবারিক জীবনেও অসুখী। অনেকের রাগটা শো অফের মতো, অনেকে ভাবেন মুড নিয়ে চলাই বুঝি লীডারশীপ। কিন্তু না, এরকম লোকের গনেশ হঠাত করেই উল্টে যায়।
২। বুরোক্রাটিক বসঃ ধরুন, আপনাকে একটি মেইল পাঠাতে হবে, কিন্তু বসের অনুমতি লাগবে। বস গিয়েছেন টয়লেটে। এখন বস টয়লেট থেকে না বের হওয়া পর্যন্ত আপনি কিছুতেই মেইল সেন্ড করতে পারবেন। বসের বিনা অনুমতিতে আপনি একটি স্টেপ নিলেই বস আপনাকে খেয়ে দিবে।
৩। লাফানি বসঃ এই, এটা করছো? ওটা কি হল? আচ্ছা, ওটা বাদ দাও, ওই ফাইলটা কই? এটা পরিস্কার কর, ওই মিটিং এ যাও। এরা কি যে বলে আর কেন যে বলে নিজেরাও জানে না। এরা সিস্টেম বোঝে না।
৪। ছ্যাবলা বসঃ এরা পলিটিশিয়ান, কাজ কম করে অফিসে এসেই কেলিয়ে কেলিয়ে একটা গ্রুপ করে ফেলে। নিজের গ্রাম থেকে ছেলে পুলে এনে ঢুকিয়ে সমিতি করে ও প্রতিষ্ঠানের মধ্যে পলিটিক্স করে বেড়ায়।
৫। রোবোবসঃ এরা রোবটের মত, কাজ করছেই তো করছেই। কোন ফিলিংস, ইমোশন কিচ্ছু নেই। কাজ করছি তো করছি।
৬।ক্যাবলা বসঃ ধরুন, একজন ডিপ্লোমাকে একজন গ্রাজুয়েটের বস করা হলো। এক্ষেত্রে বসের তার টিম মেটদের চালানোর মত নলেজ বা স্কিল কোনটাই থাকে না, সে এক প্রকার ইনফিউরিটিতে ভোগে।
৭। ছ্যাচড়া বসঃ এরা খুত খুতে স্বভাবের, একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে ৭ বার করিয়ে অফিস সময় কাটাবে, পরে বাড়তি সময় বসে কাজ করবে। নিজেও বাড়ি যাবে না, কাউকে যেতেও দিবে না।
তবে, সব কথার শেস কথা হচ্ছে, জব না পেয়ে কখনোই জব ছাড়বেন না। একটি জব, একটি কোম্পানি আপন হয়ে যায় শুধুমাত্র একজন ভালো বসের গুনে। বস নির্বাচন অবশ্য আপনার হাতে নেই। এটা অনেকটা ভাগ্যের ব্যাপার। অনেক অনেক শুভকামনা রইলো সবার জন্য।
Comments
Post a Comment