Posts

Showing posts from April, 2017

Danger One

ভারতের এক মহিলা একটা অজগর সাপ পুষতো 🙂 সাপটাকে সে অসম্ভব ভালবাসতো ☺️ অজগরটা লম্বায় ৪ মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল 😄 একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া-দাওয়া বন্ধ করে দিল 😞 কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না :( আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল 🤔 এবং উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল 😣 ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং জিজ্ঞেস করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? :p মহিলা উত্তর দিল, "হ্যাঁ" 😒 --ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে? 😆 "হ্যাঁ" 😏 --তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে? 😠 মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন, "হ্যাঁ" 🙄 এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যশিত কিছু বললেন 😱 ম্যাডাম সাপটি আপনাকে জড়িয়ে ধরে চারপাশ থেকে মুড়িয়ে ধরে কারণ এটা আপনার মাপ নিচ্ছে 😨 নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য 😰 এবং হ্যাঁ সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি

সাত(০৭) ধরনের বস - 7 Types of Boss

কর্ম জীবনের শুরুতে একজন ভালো বসের অধীনে জব করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা বড় অংশ আছে যারা বসের অত্যাচারে জব ছাড়তে বাধ্য হয়। যেমন- ১। জালিম বসঃ কিছু লোক আছে বদমেজাজী। এরা সব সময় কর্মীর ভুল ধরে ও এদেরকে বকা ঝকা করে। কোন কিছুতেই এদের মন পাওয়া যায় না। এরা পারিবারিক জীবনেও অসুখী। অনেকের রাগটা শো অফের মতো, অনেকে ভাবেন মুড নিয়ে চলাই বুঝি লীডারশীপ। কিন্তু না, এরকম লোকের গনেশ হঠাত করেই উল্টে যায়। ২।  বুরোক্রাটিক বসঃ  ধরুন, আপনাকে একটি মেইল পাঠাতে হবে, কিন্তু বসের অনুমতি লাগবে। বস গিয়েছেন টয়লেটে। এখন বস টয়লেট থেকে না বের হওয়া পর্যন্ত আপনি কিছুতেই মেইল সেন্ড করতে পারবেন। বসের বিনা অনুমতিতে আপনি একটি স্টেপ নিলেই বস আপনাকে খেয়ে দিবে। ৩।  লাফানি বসঃ  এই, এটা করছো? ওটা কি হল? আচ্ছা, ওটা বাদ দাও, ওই ফাইলটা কই? এটা পরিস্কার কর, ওই মিটিং এ যাও। এরা কি যে বলে আর কেন যে বলে নিজেরাও জানে না। এরা সিস্টেম বোঝে না। ৪। ছ্যাবলা বসঃ এরা পলিটিশিয়ান, কাজ কম করে অফিসে এসেই কেলিয়ে কেলিয়ে একটা গ্রুপ করে ফেলে। নিজের গ্রাম থেকে ছেলে পুলে এনে ঢুকিয়ে সমিতি করে ও প্রতিষ্ঠানের মধ্যে পলিটিক্স করে বেড়ায়। ৫।

Different Investigations and Tests Fees in BSMMU (PG hospital)

Image
For Biochemistry Investigations For Clinical Pathology Investigations For Department of Virology Investigations For Hematology investigations For Microbiology and Immunology Investigations